দেশজুড়ে

প্রশাসনের হস্তক্ষেপে গৃহবন্দীত্ব মুক্ত হল দুটি পরিবার

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:১৯:৫১ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম, নরসিংদী : নরসিংদীর মাধবদীর নোয়াপাড়া এলাকায় আনোয়ার হোসেন ও কাজল মিয়া নামে দুই ব্যাক্তি সিরাজুল ইসলামের কাছ থেকে জমি ক্রয় করে বসতভিটা তৈরি করে ৫/৬ বছর ধরে বসবাস করে আসছেন। দলিল পর্যালোচনায় দেখা যায় ৩ ফুট পরিমাপে রাস্তা সহ চৌহদ্দি নির্ধারিত রয়েছে। জমি বিক্রেতা এর মধ্যেই সংলগ্ন জমি তার মেয়ে ও অপর ব্যাক্তির কাছে বিক্রিও করেছেন এবং তারা বাড়ি নির্মাণও করেছেন। ফলে যাতায়াতের জন্য নির্ধারিত জায়গাটুকুও এই ঘেরাটোপে পড়ে যায়। সকলেই বাউন্ডারি ওয়াল তৈরি করায় উল্লিখিত ভুক্তভোগীদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে নির্ধারিত ৩ ফুট রাস্তা বর্তমান বাস্তবতায় জমি বিক্রেতার আঙিনার ভিতরে পড়েছে। এ নিয়ে দীর্ঘ দেনদরবার হলেও কোন সুরাহা হয়নি। ফলে কখনও দেয়াল টপকে আবার কখনও জলার পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় ভুক্তভোগীদের। অনেকটা গৃহবন্দিত্বের অবস্থা। গত২৫ জুলাই সকাল ১০.৩০ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত বিষয়টি অবগত হয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের সদয় নির্দেশে অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি মো: শাহ আলম মিয়া। সকলের মতামতের ভিত্তিতে বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়। আগামী ০৭ দিনের মধ্যে বিকল্প রাস্তা তৈরি করতে সম্মত হয়েছেন জমি বিক্রেতা। বিষয়টি দেখভাল করবেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

আরও খবর

Sponsered content

Powered by