রাজধানী

ফাইজারের আরও সাড়ে ১২ লাখ টিকা ঢাকায়

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২১ , ১০:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফাইজারের আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ টিকা আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফাইজারের টিকার তৃতীয় চালানে আজ রাতে আসবে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা। এর আগে, প্রথম চালানে সোমবার রাতে এসেছে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।

সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরমধ্যে সোমবার রাতে ও আজ সন্ধ্যায় আসা দুই চালানে মোট ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা দেশে এসেছে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৯ জুলাই মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মডার্নার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।

Powered by