রংপুর

ফুলবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৪:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ৬ শত ৭৫ টন ধান ও ২ হাজার ৬ শত ৬১ টন চাল সগ্রহের লক্ষ্যে ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন, ওসি এলএসডি মাহামুদ মোঃ ইমরান, প্রাণ এগ্রো বিসনেস লিমিটেড রাঙ্গামাটি ফুলবাড়ী এর জেনারেল ম্যানেজার বি,এস,এল পিএবিএল মোঃ জাকারিয়া হোসেন,আমিন রাইস মিল ইন্ডাস্ট্রিজ এর সত্বাধিকারী মো. রুহুল আমিন, চালকল মালিক সমিতির সভাপতি মো. সামসুল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর এলাকার কৃষক মোঃ হারুনুর রশিদ দেওয়া ১টন ধান দিনে সংগ্রহ শুরু হয়।

Powered by