দেশজুড়ে

ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৩:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু,  সীতাকুণ্ড : 

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ডা.হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন। এদিকে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম, নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছে।উল্লেখ যে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by