ময়মনসিংহ

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলায় বীর মুক্তিযোদ্ধা আছাদুল্লাহ কারাগারে

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৪:১১:৩২ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলায় বীর মুক্তিযোদ্ধা আছাদুল্লাহ কারাগারে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের কৃষক আবুল কাসেম দুলাল হত্যা মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা আছাদুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৯ এপ্রিল) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ছাগল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলীরপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কাসেম ওরফে দুলাল মিয়া (৪৫) টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় বীর মুক্তিযোদ্ধা আছাদুল্লাহ ২ নম্বর আসামি করা হয়। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন পরে সুপ্রিম কোর্ট থেকে তার জামিন স্থগিত করে আজ সোমবার ২৯ এপ্রিলের মধ্যে তাকে কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by