ঢাকা

গোপালগঞ্জে ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের সহায়তায় ধান কাটা কর্মসূচি সম্পন্ন

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৫:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের সহায়তায় ধান কর্তন কর্মসূচি -২০২১ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে কৃষক মোঃ মোস্তফা বিশ্বাসের জমিতে হাইব্রিড ধান সাথী -এর ফসল কর্তন অনুষ্ঠিত হয়।
ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ধান কর্তন কর্মসূচি স্থানীয় ডিলার, রিটেইলারগণকে সাথে নিয়ে পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক সীড -এর আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, গোপালগঞ্জ ব্রাক সীড এর প্রতিনিধি মো. তসলিম আরিফ, স্থানীয় ডিলার মো. রেজাউল বিশ্বাস সহ কৃষকগণ। তারা সবাই সাথী ধানের ক্রমাগত উৎপাদনশীলতা দেখে পছন্দ করেন এবং আগামীতেও এ জাতটি এই অঞ্চলে আরও বেশী চাষাবাদ করার প্রতিশ্রুতি ও আশাবাদ ব্যক্ত করেন। ওই সময় ১০ বর্গ মিটার জমির ফসল কর্তন করে ১১.৯ কেজি ফসল পাওয়া যায়।
সাথী ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো, এ ধানের শীষে চিটা হয় না, ধান ঝরে পড়ে না, শীষ লম্বা হয় এবং অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি ও আগাম কাঁটা যায়। এ কারণে উপস্থিত সকলে খুবই খুশি হয়। উক্ত ফসল কর্তনের শ্রমিক সহায়তা ব্রাক সীডের পক্ষ থেকে করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by