ময়মনসিংহ

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চওরে নির্মাণ করা হচ্ছে বিজয় মুক্তমঞ্চ

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০৪:৪০ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চওরে বিভিন্ন জাতীয় দিবস সমূহ উদযাপনের লক্ষে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানমালা সুন্দর ভাবে পালন করার জন্য “বিজয়ের ৭১ মুক্তমঞ্চ” কাজেরে লে-আউট প্রদান করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চওরে “বিজয়ের ৭১ মুক্তমঞ্চ” কাজেরে লে আউট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আলআমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য কোন জায়গা ও মুক্তমঞ্চ না থাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ২০২২-২৩ অর্থ বছরের অর্থায়নে মুক্তমঞ্চটি নির্মাণ করা হচ্ছে। বিজয়ের ৭১ মুক্তমঞ্চ নির্মাণে আনুমানিক ব্যায় ধরা হয়েছে চৌদ্দ লক্ষ বিশ হাজার দুইশত আশি টাকা।

আরও খবর

Sponsered content

Powered by