বরিশাল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৬:৩৪:১২ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : রাতের আঁধারে কুষ্ঠিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। গত শনিবার রাতে জেলা যুবলীগের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শতাধিক মটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা যুবলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির, যুগ্ম-আহবায়ক মোঃ কামাল শরিফ, যুবলীগ নেতা কাওছার হোসেন মায়েজ, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়কা মোঃ ছবির হোসেন প্রমূখ।