বাংলাদেশ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে উকিল হতে পারিনি: শিল্পমন্ত্রী

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০৬:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘বাবার স্বপ্ন ছিলো বড় উকিল হবো। কিন্তু জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বাবার চাওয়া পূরণ করতে পারিনি।’ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পূর্বাঞ্চল লেডিস ক্লাবের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এভাবেই স্মৃতিচারণ করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

করোনা টিকা নিয়ে অপপ্রচারকারীরা গুজব ছড়ালেও বর্তমানে টিকা নিতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে লেডিস ক্লাবের জন্য পূর্বাঞ্চলে এক একর জায়গা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে দেয়ার আশ্বাস দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীরা যাতে পিছিয়ে না থাকে, সেজন্য সরকার সচেষ্ট রয়েছে বলেও মন্তব্য করেন ও পাটমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by