বাংলাদেশ

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১২

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৩:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বঙ্গোপসাগরে নোয়াখালীর ভাসানচর উপকূলে ‘সজল তন্ময়-২’ নামে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটে। এতে ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এলাকায় এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই। সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শনিবার ভোর রাতের দিকে এ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া জাহাজের সন্ধান মেলেনি।

আরও খবর

Sponsered content

Powered by