রাজধানী

‘বনানীর ওই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি’

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২১ , ৬:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
twitter sharing button

রাজধানীর বনানীর আগুন লাগা ওই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।

বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না জানিয়ে মেয়র বলেন, আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, তাকে আমি নির্দেশ দিয়েছি এসব বিল্ডিংয়ের লাইসেন্স নেওয়ার জন্য যে মালিকরা যাবে, তাদের বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

তিনি বলেন, এক বিল্ডিংয়ের সঙ্গে আরেক বিল্ডিং লাগানো, মাঝখানে কী ব্যবস্থা থাকবে, বিকল্প সিঁড়ি কতটা চওড়া করতে হবে- সবকিছু দেখে বিল্ডিং কোড মানা হলেই কেবল ট্রেড লাইসেন্স দেওয়া হবে। অন্যথায় ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। চেয়ারম্যান বাড়ি এলাকায় যত ট্রেড লাইসেন্স আছে সেগুলো আপাতত নবায়ন হবে না বলেও জানিয়ে দেন মেয়র আতিক।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে আনন্দ টিভির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও বিমান বাহিনীর সদস্যরা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও খবর

Sponsered content

Powered by