দেশজুড়ে

হালদায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৪:০৬:৪৮ প্রিন্ট সংস্করণ

হালদায় ভ্রাম্যমান আদালতের অভিযান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। RAB 7 হাটহাজারী ক্যাম্প। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালদা নদীর সত্তার ঘাট থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস করা হয় ও নৌকার নিচের অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং ৩টি নৌকার ইঞ্জিন নৌকার মালিকেরা স্বেচ্ছায় খুলে নিয়ে তারা হালদায় আর ইঞ্জিন চালিত নৌকা চালাবেন না মর্মে প্রতিশ্রুতি দেয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা রক্ষায় আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Powered by