বরিশাল

বরগুনার বদরখালীতে ঝুকিপুর্ণ ব্রিজ, দেখার কেউ নেই

  প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৮:০৮:১২ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি:টানা বর্ষনের কারনে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি টু গৌরিচন্না যাওয়া-আসার মাঝখানে অস্থায়ী একটি স্টীল ব্রিজ দায় সাড়া ভাবে নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষ ব্রিজটি দিলেও বর্তমানে মাঝে মাঝে ভাঙ্গনের ফলে চরম দুর্ভোগে পড়ছে পথচারীরা ও যানবাহন চালকেরা। ভেঙ্গে যাওয়ায়, ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। বৃষ্টিতে ব্রিজের আগা মাথায় খানা খন্দ হয়ে যাওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দেখার কেউ নেই। যার কারনে জনদূর্ভোগ এখন চরমে পৌছেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহাম্মেদ স্বপন বলেন, কয়েক বছর হয়েগেল ব্রিজটি ভেঙ্গে গেল এখনো কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এদিকে টানা বর্ষনের কারনে উক্ত রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়রা জানান, এ রাস্তাটি দিয়ে এখন ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। অনেক দিন যাবত এমন অবস্থা। আমরা আপনাদের মাধ্যমে এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি। এক রিকশাচালক জানান, এ রাস্তাটি ভাঙ্গা থাকার কারনে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অনেকসময় এ রাস্তায় দুর্ঘটনা হয়। ব্রিজের ফাঁকা জায়গায় চাকা পরে ভেঙ্গে যাওয়ায় অনেক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গ্রামের আরো এক বাসিন্দা বলেন, রাস্তাটি এখন কম ভাঙ্গা আছে। দ্রুত সংস্কার করা না হলে রাস্তাটি আরো বেশি ক্ষতি হতে পারে। তাই আমাদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘুড়ে দেখা যায় বদরখালী মোল­া বাড়ি সংলগ্ন ব্রীজের নিচে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা এড়াতে গর্তের আসেপাশে ইট দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই ব্রিজ দিয়ে জনদুর্ভোগ দেখার কেউ নেই। বিষয়টি বরগুনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বদরখালী ইউনিয়ন বাসী।

Powered by