বরিশাল

বরগুনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৬:১৮:৩২ প্রিন্ট সংস্করণ

সোহরাব হোসেন, বরগুনা প্রতিনিধি:

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন থানা এলাকায় পশুর হাটে মলম পার্টি, অজ্ঞান পার্টির হাত থেকে সাবধান হওয়াসহ নির্বিঘ্নে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদ জামায়াত অনুষ্ঠান ও ঈদ উদযাপনের লক্ষ্যে বরগুনা থানার উদ্যোগে বরগুনা থানাধীন আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। সদর থানার (ওসি) কেএম তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নির্বিঘ্নে পশুর হাটে পশু ক্রয় বিক্রয়, ঈদ জামায়াত ও ঈদ উদযাপনে বরগুনা জেলা পুলিশ বরারবের ন্যায় সক্রিয় ভূমিকা পালন করবে। তবে স্বাস্থ্যবিধি ও আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by