বরিশাল

বরগুনায় শিক্ষার্থীদের ‘স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশন’ এর সহায়তা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৭:৩৬:২৭ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি : শহীদ শেখ কামাল’র ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনায় জেলার ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে ‘স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশন’। বুধবার বেলা এগারোটায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। গত ১লা জুন বরগুনা জেলার ছয়টি (আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা) উপজেলায় ২০২০ সালের এস এস সি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ অতিদরিদ্র পরিবারের অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশন’র পক্ষ থেকে শিক্ষা সহায়তা প্রদানের জন্য আবেদন জমা দেয়ার একটি আহবান জানানো হয়। এতে সর্বমোট ৬৯টি আবেদন জমা দেয় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। পরে অতি দারিদ্রের বিবেচনায় যাচাই-বাছাই শেষে স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির জন্য মোট ৬৫ জন অদম্য মেধাবীকে নির্বাচিত করা হয়। যাদের প্রত্যেককে স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একইসাথে একটি করে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়। স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক এসএম মশিউর রহমান শিহাব বলেন, আমরা দেখেছি অসংখ্য মেধাবী শিক্ষার্থী পরিবারের অসচ্ছলতার কারনে লেখাপড়া ছেড়ে দিচ্ছে। অথচ একটু সহায়তা পেলেই এসব মেধাবীরা হয়ে উঠতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বড় কোন আসনে উপবিষ্ট। দেশের জন্য বয়ে আনতে পারে সুনাম। তাই অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়াতেই এই উদ্যোগ গ্রহন করেছি আমরা। আগামীতেও এই উদ্যোগ চলমান থাকবে। স্পন্দন গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসএম মশিউর রহমান শিহাব’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল­াহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক আলহাজ্ব মোতালেব মৃধা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান মহারাজ সহ্ আরোও অনেকে

Powered by