প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৬:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ
বাউফলে অটো চালক মো. সুজন হাওলাদার (৩৫) কে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জিহাদ মুন্সি (২৪) পিতা: সত্তার ও এনামুল হক সিপাই (৩০)পি: বারেক সিপাই। তাদের উভয় কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা । বাউফল থানা পু’লিশ বলছে তারা দুজনেই ছাত্রদল সদস্য।
উল্লেখ্য সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের দক্ষিন পাশে মিজান ফার্মেসীর সামনে ওই হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।
উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মো. নবী আলী হাওলাদারের ছেলে নিহত সুজন হাওলাদার। তিনি শ্রমীকলীগ রাজনীতির সাথে জড়িত ছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাওয়ার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমূল ইসলাম মিরাজ (৩৫) নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫) ও রাসেল (৩০) সহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী সমর্থক তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও ছুড়িকাঘাত করে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে পথিমধ্যেই মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, জিহাদ মুন্সি (২৪) পিতা: সত্তার ও এনামুল হক সিপাই (৩০)পি: বারেক সিপাই নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে । বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।