দেশজুড়ে

শেরপুরে ব্রাহ্মণ সংসদের প্রার্থনা সভা ও মানবিক সহায়তা 

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৮:২৮:১৮ প্রিন্ট সংস্করণ

শেরপুর (বগুড়া)প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বগুড়ার শেরপুরে প্রার্থনা, অলোচনা সভা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে পৌরসভা হল রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা ব্রাহ্মণ সংসদ ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর স ালনায় উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্র নাথ সান্যাল, টাউন বারোয়ারী দূর্গা উৎসব কমিটির সাধারন সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত, অনুপ কুন্ডু,উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারন সম্পাদক প্রনয় মৈত্র ভজন, বিমান মৈত্র,জয়ন্ত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা সারা বিশ^ মুক্তি পেতে সৃষ্টি কর্তার নিকট বিশেষ প্রার্থনা করা হয়। একইসঙ্গে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা মূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে অনুষ্ঠানের প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
 

আরও খবর

Sponsered content

Powered by