দেশজুড়ে

বাউফলে স্বাস্থ্য সচেনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২০:৩৮ প্রিন্ট সংস্করণ

বাউফলে স্বাস্থ্য সচেনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যই সকল সুখের মূল এই দিক বিবেচনা করে পটুয়াখালীর বাউফলে নিরাপদ পানি ও স্বাস্থ্য সচেতনতার উপরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ব্রাকের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. আমিনুল ইসলাম। ব্রাক ওয়াশ জেলা ব্যবস্থাপক মো. সুলতান উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাক প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব কুমার, মেহেদী হাসান, এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম ও কারিগরি কর্মকর্তা  রাবেয়া আক্তার।

আয়োজিত সভায় মাধ্যমিক স্তরের কর্মকর্তা ও শিক্ষকগণ, মসজিদের ইমাম, এনজিও কর্মী স্থানীয় সুধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content