দেশজুড়ে

আইসিটিতে দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৬:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুরে ‘ট্রেনিং অন ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাশ ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবিবার (১৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাব রুমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক এতে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার(শিক্ষা বিভাগ) মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি বিভাগ) আবুল কালাম আজাদ, আইসিটি মাস্টার ট্রেইনার মোঃ হামিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান যুগ আইসিটির যুগ। সরকার শিক্ষার বিভিন্ন দিকে আইসিটির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে।

তাই শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। শিক্ষকগণ তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সক্ষম হবেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন। শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

আরও খবর

Sponsered content

Powered by