রাজশাহী

বাগাতিপাড়ায় বড়াল নদে বৃদ্ধ নিখোঁজ

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৭:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আবদুল্লাহ -আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মন্টু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ বড়াল নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে দিকে নিখোঁজ হওয়ায় তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান চালিয়েছে। মন্টু মিয়া উপজেলার নন্দীকুজা গ্রামের নজির আলীর জামাতা। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন থেকে শ্বশুরের এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নিখোঁজের শ্যালক রব্বেস আলী বলেন, দুপুরের দিকে নন্দীকুজা এলাকায় বড়াল নদে গোসল করতে যান। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। তবে নদের পাড়ে তার ব্যবহৃত লুঙ্গি ও স্যান্ডেল পাওয়া গেছে। এ কারনে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযান চালান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৫টা পর্যন্ত) মন্টু মিয়ার খোঁজ মেলেনি। এ ব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় ধারনা করা হচ্ছে বৃদ্ধ মন্টু মিয়া গোসল করতে গিয়ে নদের পানিতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে তাদের একটি দল অভিযান অব্যহত রেখেছে।

আরও খবর

Sponsered content

Powered by