প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৮:০০:১৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে পরিবার-পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ এর অর্থায়নে সেন্সিটিজাতীয়ন ওয়ার্কশপ ও এডোলেসেন্ট হেলথ উইথ মূলত-স্টেক হোল্ডারস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পরিবার পরিকল্পনা বিভাগিয় পরিচালক বিকাশ কুমার দাশ, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. মজুরুল মুরশিদ, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান সহ ইউনিসেফের প্রতিনিধিবর্গ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।