দেশজুড়ে

চট্টগ্রােম মানববন্ধনের প্রস্তুতি সভা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৭:৩৫:০২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রােম মানববন্ধনের প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, চট্টগ্রাম জেলার উদ্যোগে “পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাত করণ” বন্ধের দাবিতে মানববন্ধন পূর্বক প্রস্তুতি সভা বুধবার বেলা ১২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাত করণ বন্দের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আগামী ২২ আগস্ট শনিবার ২০২০ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি আবদুল মান্নান, আইন সম্পাদক এ্যাড. প্রতাপ পাল, ক্রীড়া সম্পাদক শাহ্ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by