দেশজুড়ে

বাগেরহাটে প্রাচীন খলিফাতাবাদের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

মধ্যযুগে বাগেরহাটে অবস্থিত খানজাহান সভ্যতার ও সংস্কৃতির উপর বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবে খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে  জেলার ৫টি বিতর্ক টিম নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার এস এম আল খাতিবের সভাপতিত্বে বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি  মোঃ কামরুজ্জামান,খানজাহান ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু সাইদ শুনু।

প্রধান অতিথি এ সময় বলেন বাগেরহাট একটি ঐতিহ্য সমৃদ্ধ জনপথ। এই জেলার মানুষ অনেক গর্বিত। কিন্তু প্রাচীন এই সভ্যতাও সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা থেকে আমরা দূরে আছি। নতুন প্রজন্ম কে জানানোর জন্যই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দাও ফিরিয়ে সেই খলিফাতাবাদ লও এই আধুনিক শহর। এ বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে ৬০০ বছর আগের এই এলাকার যে সমৃদ্ধ ইতিহাস তা আমাদের মনে করিয়ে দেয়।

কোন দেশের সভ্যতা সংস্কৃতি লুকিয়ে থাকে সেই দেশের প্রত্নসম্পদের উপর। খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে নতুন প্রজন্ম ও বাংলাদেশকে মধ্যযুগের খানজাহানের প্রকৃতির ওপর  বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে  মাইল ফলক হয়ে থাকবে। ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের ঐতিহাসিক সংস্কৃতি এবং সভ্যতা জানার সুযোগ করে দিবে। শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশে মধ্যযুগের এই বিশ্ব ঐতিহ্য পুরাকীর্তি নিয়ে কাজ অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল।

বক্তৃতা প্রতিযোগিতায় অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ করে। বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিপক্ষ বাগেরহাট বহুমুখী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আরও খবর

Sponsered content