চট্টগ্রাম

চবিতে সাংবাদিক পেটানো দুই ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৭:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে সাংবাদিক দোস্ত মোহাম্মদকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে দুই ছাত্রলীগকে ৬মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন চবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত¡ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান। বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, বুধবার তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক মারধরের ঘটনায় দোষীদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এদিকে লোক দেখানো নামে মাত্র ৬মাসের বহিষ্কারাদেশকে হতাশাজনক ও মেরুদন্ডহীন সিন্ধান্ত বলে দাবী করেছে বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন, প্রশাসন সরকার দলীয় সংগঠনের কাছে জিম্মি না হলে এমন আদেশ দিতে পারে না। এটা ¯্রফে নিজেদের অপারগতার বহিঃপ্রকাশ।

আরও খবর

Sponsered content

Powered by