দেশজুড়ে

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৬

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৩:২৯:১৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।

এসময় শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫) নামে দুই বালু শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত দুই বালু শ্রমিকের মধ্যে শেখ মিলনের বাড়ী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও নিহত অপর শ্রমিক মোস্তফার বাড়ী পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে।

বজ্রপাতে আহত ৬ বালু শ্রমিকের মধ্যে ৫জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বজ্রপাতে আহত শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন ৫জন বালু শ্রমিকরা হলেন, রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রবৃষ্টির মধ্যে কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাত আছড়ে পড়লে দুই বালু শ্রমিক ঘটনাস্থলে নিহত ও ৬জন আহত হয়েছে।

হতাহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তফা ও মিলন নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৬জন বালু শ্রমিককে মধ্যে ৫জনকে শরণখোলা হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content