দেশজুড়ে

বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফবিডি বিতর্ক উৎসব শুরু

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৩:১৮:০৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফবিডি বিতর্ক উৎসব শুরু

“যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্রোগানে” বাগেরহাটে প্রথম বারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার দুুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী এ বিতর্ক উৎসবে ছিলো, জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা। এছাডা গুরুত্বপূর্ণ দুটি কর্মশালার মধ্যে ছিলো ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। এ বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ,কে,এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাপরিচালক লায়ন এম আলমগীর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ। দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content