দেশজুড়ে

বাগেরহাটে বিএনপির অফিস উদ্বোধনে কর্মীদের ঢল

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৩:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বিএনপির অফিস উদ্বোধনে কর্মীদের ঢল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন কলেজরোড়ে আনুষ্ঠানিকভাবে অফিসটি উদ্বোধন করেন।

অফিস উদ্বোধনের খবরে দলীয় নেতাকর্মীদের ভীড় জমে যায়। পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলসহকারে নতুন অফিসে গেলে কর্মীদের মিলন মেলায় পরিণত হয় নতুন অফিস। উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফ এফ শামীম আহসান, আসাদুজ্জামান মিলন, দৈবজ্ঞহাটী বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা জিয়াউল হাসান টুটুল।

আরও খবর

Sponsered content