বাংলাদেশ

সংক্রমণ কমলেও কোভিড চলে যায়নি

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২১ , ৬:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে এসেছে তার মানে এই নয় যে, বাংলাদেশ থেকে কোভিড চলে গেছে। স্বাস্থ্যবিধি না মানলে আবারও সংক্রমণ বাড়তে পারে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, আমাদের পজিটিভ রেট ৫ শতাংশের নিচে নেমে এসেছে। তার মানে এই নয় যে, বাংলাদেশ থেকে কোভিড চলে গেছে। আমরা খেয়াল করেছি, অনেকেই মাস্ক পরছেন কিন্তু সঠিকভাবে পরছেন না। নাকের নিচে পরছেন অথবা ঠিকভাবে পরছেন না। সংক্রমণরোধে সবাইকেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রোবেদ আমিন বলেন, করোনা শনাক্তের হারে আমরা ভালো অবস্থানে এসেছি এবং এই ভালো অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যেতে চাই। আমরা ৫ শতাংশেও খুশি নই। বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটিকে শূন্যতে নিয়ে আসতে চাই। সেই শূন্য অবস্থানে রাখতে চাই ২ থেকে ৩ সপ্তাহ। তবেই হয়তো আমরা বলতে পারব, আমরা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে আমরা তুলনামূলকভাবে দেখতে পাই, আমাদের কিউমেলিটিভ শনাক্ত ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। আমাদের কিউমেলেটিভ মৃত্যু ২৭ হাজার ২২৫ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। এই সংখ্যা বিশ্বের অন্যান্য দেশে অনেক বেশি। যেমন- যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১৩ লাখের ওপর কেস আছে। রাশিয়াতে ৩০ হাজারের ওপর কেস আছে, ব্রাজিলে ১১ হাজারের ওপর কেস আছে এবং আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে প্রায় প্রতিদিনই ৩০ হাজারের ওপর শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে, তার মধ্যেও বাংলাদেশের অবস্থান ভালো। আমাদের টেস্টের সংখ্যাও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। আমরা অনেক টেস্ট করতে সক্ষম হয়েছি। প্রথম থেকে হিসাব করা হলে ৯৪ লাখের ওপর টেস্ট করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by