দেশজুড়ে

বান্দরবানে জাতীয় প্রবাসী দিবস পালন

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৩:০০:৩২ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে জাতীয় প্রবাসী দিবস পালন

প্রবাসীর কল্যান মর্যাদা আমাদের অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার ” এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।

দিবসটি উপলক্ষে জেলা  প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর)  সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হতে র‍্যালী এবং র‍্যালী পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ নজির উল্লাহ্,নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোজাহেরুল হক,টিটিসির অধক্ষ্য প্রকৌশলী পলাশ বড়ুয়া,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসরুরুল হক,ইসলামি ব্যাংক বান্দরবান এর ম্যানেজার,সাইফুদ্দিন আহম্মদ,প্রবাসী ব্যাংক ম্যানেজার,পলাশ দেব।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ নজির উল্লাহ্ বলেন বর্তমানে ১৭৬টি দেশে আমাদের লোকজন কর্মসংস্থানের জন্য যাচ্ছে। প্রায় পুরো বিশ্বে আমাদের প্রবাসীরা কাজ করছে।স্বাধীনতার পর থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষের অধিক মানুষের বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন ব্যাপকহারে বিদেশগামী হওয়ায় আমরা না জেনে না বুঝে অনেক সময় বিপদে পড়ছি।

তাই যেন নিরাপদে, নিয়মিত, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করে অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণের জন্য সরকার তথা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ কাজ গুলি জনগণকে জানানো এবং সচেতন করাই এই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ ফজলুর রহমান বলেন একজন প্রবাসী প্রথমে তার পরিবারের জন্য এবং সর্বপরি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে।যদি বৈধ পথে প্রশিক্ষণ গ্রহণ করে কোন ব্যক্তি প্রবাসে যায় তাহলে সে নিজের পরিবারের জন্য যেমন অর্থনৈতিক ভাবে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে তেমনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশে উন্নয়নেও সে অর্থনৈতিক ভাবে অবদান রাখে।সকলের উচিত প্রশিক্ষিত হয়ে বৈধ পথে প্রবাস যাওয়া এবং নিজেদের উপার্জিত অর্থ বৈধ ভাবে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠানো।তিনি বলেন আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসীরা বড় ভূমিকা রাখবে।

এ সময় জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রধান কারী হিসেবে পুরুষ ক্যাটাগরিতে বিপ্লব দাস, নারী ক্যাটাগরিতে নাছরিন সুলতানা এবং সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content