রাজশাহী

পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৫:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-৫ র‌্যাবের উপস্থিতিতে পাঁচবিবি বাজারের বিভিন্ন খাদ্যসামগ্রীর দোকান, খাবার হোটেল খাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ অভিযান পারিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মো. বরমান হোসেন রবিবার দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারায় বিভিন্ন খাবার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের উপর মশা-মাছি পরে থাকায় জরিমানা করা হয়। এছাড়া করোনার বিস্তার রোধে সবার মুখে মাস্ক নিশ্চিতকরণে অভিযান চালানো হয়। এসময় মাস্ক ব্যাতিত বাজারে ঘুরাফেরার অপরাধে অনেকের নিকট থেকে জরিমানা আদায় করেন তিনি। এসময় র‌্যাব ক্যাম্পের অধিনায়ক (ভার.) এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by