দেশজুড়ে

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে এক মহিলা আহত

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৭:০৫:১১ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে এক মহিলা আহত

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে উমেপ্রু মার্মা (৩৪) নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহত মহিলাটিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়।  

আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী।

ঐ মহিলা কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি 

আহত মহিলার আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার ভোন (উমেপ্রু) গতকাল জেলা সদরের,বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন  গুলিবিদ্ধ ঐ মহিলাকে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।কে বা কারা তাকে গুলি করেছে সেটা তদন্তের কাজ চলছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

আরও খবর

Sponsered content