ঢাকা

মৎস্য সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতার উদ্বোধন

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৭:৫৩:০৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ” -এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ (২৮ আগস্ট — ০৩ সেপ্টেম্বর) পালিত হচ্ছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে  শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে সম্পূর্ণ বিনামূল্যে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতার ব্যতিক্রমী এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
প্রতিযোগিতায় আগতদের সুবিধার্থে জলাশয়ের চারপাশে নির্মাণ করা হয়েছে একাধিক অস্থায়ী ঘাটলা। যেখানে বসে মৎস্য শিকারিরা বরশি দিয়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে মাছ ধরতে পারবেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, মৎস্য ইন্সটিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক প্রশান্ত কুমার সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস
প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by