দেশজুড়ে

বান্দরবান ৩০০ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৬:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ

বান্দরবান ৩০০ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী মংঞে প্রু চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী   এটিএম শহিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  তিন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজীমি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ  সাদাত হোসেন সহ প্রার্থীর প্রস্তাব কারী, সমর্থনকারীসহ অন্যরা ।

উল্লেখ্য এই আসন হতে বিগত ৬ টি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নির্বাচিত সাংসদ ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বান্দরবান-৩০০ নং আসনের ৭টি উপজেলা,২ টি পৌরসভা, ৩৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৯৩,৯১১ জন। 

এর মধ্যে ১,৫২,৭৭৯ জন পুরুষ, ১,৪১,১৩২ জন মহিলা ভোটার রয়েছে। 

মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ১৮২ টি। 

আরও খবর

Sponsered content

Powered by