ঢাকা

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড: আরও ২ জনের লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২২:২৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুইদিন পর আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে। ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে মো. আলমগীর, টাঙ্গাইলের আলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেকানিক্যাল ফিটার আশরাফ আলী ও কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে প্রসেস অপারেটর ফিটার নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এএসএম কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পার অক্সাইড সেশনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাতেই আলমগীর হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরও খবর

Sponsered content

Powered by