বাংলাদেশ

বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরন -২৩ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১:০১:০৪ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরীর রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈন উদ্দিন এবং ৭নং বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরনবী। সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মানছুরুল হক পিয়ালসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল: দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বালিশ পাসিং, দড়ি লাফ, স্মৃতি দৌড়, বর্ষা নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই ইত্যাদি। এছাড়াও, সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল: কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, লোকগীতি, জারি গান, আধুনিক গান, নৃত্য, অভিনয়, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ এবং হামদ-নাথ সহ চমকপ্রদ ইভেন্টসমূহ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content

Powered by