বাংলাদেশ

‘বিএনপি থাকলে জাপানের অর্থায়নে ২০১৩’র মধ্যে পদ্মা সেতু হয়ে যেত’

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৫:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক: বিএনপি ক্ষমতায় থাকলে জাপানের অর্থায়নে ২০১৩ সালের মধ্যেই পদ্মা সেতু হয়ে যেত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ জুলাই) বিকেলে ঢাকাস্থ জাপান দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করার পর অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।সন্ত্রাসীদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে এ শোক বই খোলা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জাপান যান, তখন পদ্মা ব্রিজের ফাইন্যান্সিংয়ের ব্যাপারে শিনজো অ্যাবে একমত হয়েছিলেন। বিএনপি যদি ক্ষমতায় থাকত পদ্মা ব্রিজ ২০১৩ সালের মধ্যে হয়ে যেত। জাপানের বড় অর্থায়ন ছিল সেখানে।’

তিনি বলেন, ‘শিনজো অ্যাবে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জাপান-বাংলাদেশের সম্পর্ক গড়ে ওঠার পেছনে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার অনেক অবদান আছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে উনি অনেক কাজ করেছেন। বিএনপির আমলে বড় বড় উন্নয়নে জাপানের বড় ভূমিকা ছিল। এমনকি পদ্মা সেতুর ব্যাপারেও ফাইন্যান্সিং প্রস্তুত ছিল। পরে তো সেটা বাতিল হলো।’

আমির খসরু বলেন, ‘বাংলাদেশ জাপানের সম্পর্ক উন্নয়নে শিনজো অ্যাবের যে ভূমিকা ছিল, আমরা আশা করি সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশের বাই লিটারেলি সব চেয়ে বড় ডোনার জাপান। বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা অনেক বড় এবং শিনজো অ্যাবের ভূমিকা সেখানে অনেক বেশি ছিল।’

তিনি বলেন, ‘অ্যাবে একজন আন্তর্জাতিক নেতা হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। এত দীর্ঘদিন প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক জীবনে অনেকেই থাকতে পারে না। জাপানের মানুষের ভালোবাসা নিয়ে এবং তার কর্মকাণ্ডের জন্য অনেক দিন ধরে জাপানের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্কের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল।’

আমির খসরু মাহমুদের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও খবর

Sponsered content

Powered by