আইন-আদালত

বিএনপি নেতা রবিনসহ গ্রেপ্তার ১২ জন

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৪:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ তার ১১ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

রবিন বিএনপির কেন্দ্রীয় নেতা বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ছেলে। বাকি ১১ জনে নাম ডিবি এখনো নিশ্চিত করতে পারেনি।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির নেতা রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। পুরাতন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হবে।’

এর আগে শনিবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

আরও খবর

Sponsered content

Powered by