রংপুর

বিরামপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে আমন রোপণ

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

শস্য ভান্ডারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। বন্যার প্রভাবমুক্ত আমনের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৪১১ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়। আমন রোপণে কৃষি বিভাগ থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৭৩০ জন কৃষককে কৃষি প্রণোদনার মাধ্যমে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ধানের অধিক দাম ও কৃষি প্রণোদনার সার বীজ পেয়ে কৃষকরা ১৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন রোপণ করেছেন। ফলে বন্যার প্রভাবমুক্ত অনুকূল আবহাওয়ায় বিরামপুর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। কৃষকদের রোপণকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে গুটি সর্না, সর্না-৫, ব্রি-৩৪,৫১,৭১,৭৫, হাইব্রিড ও বিনা-১৭.২০ জাত।

আরও খবর

Sponsered content

Powered by