দেশজুড়ে

বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৫:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু  উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকাল এগারো ঘটিকায় উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয় এবং এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফেরদৌস আলম । মাইনীমুখ হাই স্কুলের সহঃ প্রধান শিক্ষক তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন মাহমুদ  । 

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর,  মাইনীমুখ হাই স্কুলের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী, লংগদু  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল করিম, সহকারী শিক্ষক মো. আব্দুল জব্বার, মো. মাহবুব আলমসহ প্রমুখ।

আরও খবর

Sponsered content