ক্রিকেট

বিসিবির প্রধান পিচ কিউরেটর করোনা আক্রান্ত

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ৭:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশের করোনা পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগজনকভাবে বাড়ছে। যার কারণে ছুটিতে নিজ দেশ শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিলো এই পিচ কিউরেটরের। এজন্য করোনা টেস্ট করালে তাতে রিপোর্ট পজিটিভ আসে। ফলে দেশে যাওয়া হচ্ছে না এই লঙ্কানের।

দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ছুটিতে দেশে যাওয়ার জন্য গামিনির করোনা টেস্ট করানো হয়। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তিনি আর যেতে পারছেন না। এখন তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, ওখানেই তার চিকিৎসা চলবে।’