রংপুর

বীরগঞ্জে পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০৪:১৪ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

রোববার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (জিওবি-আইডিবি) এর আওতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে সর্বপ্রথমে বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন বাবুলের সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওয়াজেদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক মো. রোমান কবির।

এসময় বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মো. মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু,বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by