প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৪:৩০:২৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তোহিদুল ইসলাম বাঘা। বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আপনারা সকলেই আমার বাবার সমতুল্য। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমি ভালো কিছু করলে আপনাদেরই গর্ব হবে।
এ কারণে অবশ্যই আমাকে সৎ উপদেশ দিয়ে সামনের পথ চলতে সহযোগীতা করবেন। নির্বাচনের আগে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আগামী দিনগুলোতেও সেভাবেই পাশে থাকবেন।