প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩৪:১১ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী শফিকুল শেখ নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান।
মামলা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাচা বাড়ি যাওয়ার সময় তার মুখ চেপে তুলে নিয়ে যায় শফিকুল ও তার সহযোগী। পরে গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া একটি কুলবরই বাগানে নিয়ে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দু’জনের নামে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ১৩। ধর্ষণ মামলার আসামী শফিকুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিজান শেখের ছেলে। তার সহযোগী ছিলেন গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে রুহুল আমীন মোল্যা (১৮)।
বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা হয়।মামলার প্রধান আসামীকে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। আসামীকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।