ঢাকা

বোয়ালমারীতে ডিআইজি হাবিবুর রহমানের আগমন উপলক্ষে কাবাডি খেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ১:২৮:২১ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

মুজিব শতবর্ষকে সামনে রেখে ডিআইজি হাবিবুর রহমানের শুভ আগমন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত মঙ্গলবার রাত্রে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এ সময় পুরুষ ও মহিলা আলাদা দুটি টিমের কাবাডি খেলায় ফরিদপুর সদর বনাম বোয়ালমারী উভয় দুটি টিমের খেলায় বোয়ালমারী বিজয় লাভ করে।

কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলাম, বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা মিয়া, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।

এ খেলায় চ্যাম্পিয়ানদের হাতে পুরস্কার বিতরণের সময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, ক্ষুদ্র পরিসরে গ্রাম্য সংস্কৃতিমাত্রা এ প্রতিযোগিতা থেকেই খেলয়াররা জাতীয় দলে বিভক্ত হয়ে দেশের মান উজ্জ্বল করবে।

আরও খবর

Sponsered content

Powered by