রাজশাহী

বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক

  প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৬:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। এ সময় ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মৃত ছামসুল আলমের ছেলে সুরুজ মিয়া (৩৮) ও রংপুরের কাউনিয়ার নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন মিয়া (৩৩)।
সোমবার সকালে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে ওই ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের আটক ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তারা অন্যত্র নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Powered by