দেশজুড়ে

মঠবাড়িয়ায় বণিক সমিতির পকেট কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৬:১৭ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়ায় বণিক সমিতির পকেট কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাজার বণিক সমিতির পকেট কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় পৌরসভা সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ব্যাবসায়ী আবুল কালাম আজাদ (সাবু মিয়া) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি কে এম হুমায়ূন কবীর, ব্যবসায়ী ওলিউল ইসলাম তুষার, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুল ইসলাম নান্না, উপজেলা যুবদল আহবায়ক মো. মাসুম বিল্লাহ, ব্যবসায়ী রতন কর্মকার, জাকির খান, খলিলুর রহমান, ছগীর মিয়া, সাবেক ছাত্রদল নেতা রিপন মুন্সী প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর ভেবে ছিলাম মঠবাড়িয়ায় গণতান্ত্রিক ভাবে বাজার কমিটি নির্বাচন হবে। কিন্তু ফ্যাসিবাদের মতো একটি পক্ষ অগণতান্ত্রিক ভাবে পকেট কমিটি গঠন করে, জোর পূর্বক বণিক সমিতি কার্যালয় দখল করেছেন। এ কমিটির নেতৃবৃন্দকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে কমিটি অনতিবিলম্বে বিলুপ্ত করে ভোটের মাধ্যমে একটি কমিটি গঠনের আহবান জানান।

উল্লেখ্য- গত ৩০ জানুয়ারী‘২৫ উর্দ্ধতণ কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে মো. ইদ্রিস আলী মহারাজ সভাপতি, কামরুল আহসান রিপন সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ (আবু মাস্টার) কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কমিটি অনুমোদন করা হয়।

আরও খবর

Sponsered content