ঢাকা

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল চার ঘটিকায়  গাজীপুর সদর উপজেলা মনিপুর বাবুর বাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়।

 বিভিন্ন সনাতন ধর্মীয় সংস্থার উদ্যোগে আয়োজিত উক্ত শোভাযাত্রাটি শ্রী শ্রী বাবুর বাড়ি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে মনিপুর বাজার তালতলী হয়ে পুনরায় শ্রী শ্রী বাবুর বাড়ির মন্দিরের সামনে এসে শেষ হয়।

জন্মাষ্টমীর আলোচনা সভা ও শোভাযাত্রায় সহ-সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, গাজীপুর জেলা শাখার দীনেশ কিশোর বর্মন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় বাবু শৈলেশ চন্দ্র বর্মন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, বাংলাদেশ স্কাউটস,এনএসটি বাবু সত্য রঞ্জন বর্মন,সভাপতি, রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ সংঘ, মনিপুর শাখার  অমল হাওলাদার, গাজীপুর সদর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শিপন চন্দ্র বর্মন রায়, সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমীর অনুষ্ঠানটি উদযাপন করেছে।

Powered by