চট্টগ্রাম

মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৬:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। 

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, এই মেলার ফলে কৃষকরা কৃষির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, নতুন নতুন জাত,রোগবালাই দমনের জৈবিক পদ্ধতি, ভালো মানের নিত্যনতুন কৃষি উপকরণ,দেশীয় ফলের পুষ্টি গুন সম্পর্কে ধারণা পাবে এছাড়া কীটনাশক ও বালাইনাশক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং সরাসরি জানবে ও দেখবে। এখন উপজেলা পর্যায়ে এ মেলা চলছে ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে যদি কোন প্রকল্প পাওয়া যায় তাহলে ইউনিয়ন পর্যায়ে আয়োজন করা হবে।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী এই কৃষি মেলায় কৃষি যন্ত্রপাতি কর্ণার, জৈব বালাই নাশক কর্ণার, বালাইনাশক কর্ণার, সার ও বীজ পরিচিতি  কর্ণার, প্লান্ট ডক্টর্স কর্ণার, ফল-ফলাদি কর্ণার, কন্দাল ফসল উন্নয়ন  কর্ণার প্রদর্শন সহ ৭ টি সহ আদর্শ নার্সারি ও নেদামদী আদর্শ নার্সারি মোট ৯ টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। 

আরও খবর

Sponsered content