বাংলাদেশ

বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্ত

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৬:৫৮:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে বেসরকারিভাবে জ্বালানি আমদানির দ্বার খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগির এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদসচিব বলেন, বেসরকারিভাবে জ্বালানি আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারিভাবে আমদানিকৃত জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারা রিফাইন করতে পারবেন। রিফাইনারি জ্বালানি মনিটরিং করবে বিএসটিআই।

তিনি জানান, জ্বালানি তেলের দাম আগে শুধু বিআরসি নির্ধারণ করত। এখন বিশেষ পরিস্থিতিতে সরকার জ্বালানির দাম নির্ধারণ করবে। সম্প্রতি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জ্বালানি সচিবকে আগামী দুই একদিনের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by