ঢাকা

মাদারীপুরে সরকারিভাবে খাদ্যগুদামে ধান সংগ্রহ কাজে অভিযান প্রসাশনের

  প্রতিনিধি ২২ জুন ২০২১ , ৯:১৫:০৬ প্রিন্ট সংস্করণ

ম ম হারুন অর রশিদ, মাদারীপুর: সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২১ শুরু হয়েছে। এবার ২৭ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে সাড়ে ৬’লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করছে সরকার। মাদারীপুর জেলায় চলতি মৌসুমে ৫’হাজার ৩’শ ৮৯’মেট্রিক টন ধান কেনা হবে।

গত ১ মে থেকে মাদারীপুরে শুরু হয়েছে ধান সংগ্রহ। আজ মঙ্গলবার দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদি হাসান উপজেলার ডাসার ইউনিয়নে ধান সংগ্রহ কার্যক্রমে হটাৎ অভিযান পরিচালনা করেন। এসময় তথ্য প্রমান গ্রহন করেন। প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় হচ্ছে কিনা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদি হাসান বলেন, সব সময় এ অভিযান অব্যহত থাকবে। তিনি আরো বলেন প্রকৃত কৃষকের কাছ থেকে শুকনা ও ময়লা মুক্ত ধান সংগ্রহ হচ্ছে কিনা তদারকি করেন। পরক্ষনে সরকারের ধান সংগ্রহ স্বফল ও বাস্তবায়ন করার জন্য অনুরোধ যানান।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা খাদ্র নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বিষ্ণপদ মজৃমদার, উপজেলা খাদ্র নিয়ন্ত্রক (ভার প্রাপ্ত) মমরাজ কুদ্দুস, কালকিনি খাদ্র গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

 

আরও খবর

Sponsered content